নিজস্ব প্রতিবেদক:
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, “পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে এদেশে রাজনীতির ভিত্তি ক্ষতিগ্রস্ত হবে এবং এটি দেশকে আরও স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে।”
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রংপুর মহানগরের গ্র্যান্ড হোটেল মোড়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমাদের নেতাকর্মীদের আচরণে যেন কোনো সাধারণ মানুষ কষ্ট না পান, সে বিষয়ে সজাগ থাকতে হবে।”
বিগত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের নিপীড়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “তিস্তা, পদ্মা, বুড়িগঙ্গার পাড়ে রক্তাক্ত লাশ পড়েছে, কিন্তু আন্দোলন থামেনি। শহীদ আবু সাঈদের আত্মত্যাগই প্রমাণ করেছে, মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, ড্যাবের মহানগর আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, রংপুর মেডিকেলের ডা. মাহমুদুল হক সরকার, জেলা ড্যাবের আহ্বায়ক ডা. খালেকুজ্জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।