দিনাজপুর প্রতিনিধি: মাহবুব হোসেন মেজর
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রা গ্রামে বসতবাড়ির পাশে ভবন (বিল্ডিং) নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন শাহজাহান আলীর বৃদ্ধ পিতা লোকমান হাকিম (৭০) এবং ছোট ভাই সাজু মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১ জুলাই) শাহজাহান আলী তার বসতবাড়ির পাশে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ সময় স্থানীয় বিরোধের জেরে প্রতিবেশী পক্ষ হামলা চালায়। হামলায় বৃদ্ধ লোকমান হাকিম ও সাজু মিয়া মারাত্মকভাবে আহত হন।
আহত অবস্থায় তাদের প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দু’জনকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে বৃদ্ধ লোকমান হাকিম হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় আহতের ছেলে মো. শাহজাহান আলী বাদী হয়ে হাকিমপুর থানায় মোছা. নাজমুন নাহার রুজি, জামাল উদ্দিন, মিলন মণ্ডল, মতিন, সোহানসহ ৫ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।