কুয়াকাটায় সমুদ্রে ট্রলারডুবি: সাত জেলেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র উপকূলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ সাতজন জেলেকে জীবিত উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন।

মঙ্গলবার (২ জুলাই ২০২৫) ভোর ৪টার দিকে ট্রলার মালিক মাহবুব মাঝি (২৬) ছয়জন জেলে নিয়ে কুয়াকাটার ঝাউবন এলাকা থেকে সমুদ্রে মাছ ধরতে যান। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তীর থেকে আনুমানিক ১০-১২ কিলোমিটার দূরে সমুদ্রের প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।

বেলা ৩টার দিকে ট্যুরিস্ট পুলিশের হেল্পডেস্কে কর্তব্যরত অফিসার বাইনোকুলারের মাধ্যমে তীর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দুই ব্যক্তিকে সাগরে ভেসে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে একাধিক স্পিডবোট ও ওয়াটার বাইক পাঠানো হয়।

উদ্ধারকৃতরা হলেন:

  • মো. হাসান ঘরামি (৩৫), পিতা-শাহজাহান ঘরামি, মুসুল্লিবাদ, মহিপুর
  • তানিম (২০), পিতা-আবদুল আজিজ, বড় অঙ্কুজানপাড়া, তালতলী, বরগুনা

তাদেরকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ হেল্পডেস্কে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে তারা জানান, ট্রলারডুবির পর থেকে ঢেউয়ের পানিতে ভাসছিলেন তারা।

পরবর্তীতে, ট্রলারের মালিক মাহবুব মাঝিকেও পৃথক স্পিডবোটে উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে আরও চারজন নিখোঁজ জেলেকে উদ্ধার করা হয়। তারা হলেন:

  • মো. ইসমাইল (৩৩), পিতা-খলিল হাওলাদার
  • মো. মামুন (৩২), পিতা-আবদুর রব মাঝি
  • মো. তানজিল (৩২), পিতা-জাহাঙ্গীর
  • মো. মোস্তফা (৬০), পিতা-হাবীব মুন্সি

ট্যুরিস্ট পুলিশের তত্ত্বাবধানে উদ্ধারকৃত সাতজনকেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানানো হয়, সাগরে নিরাপদে মাছ ধরার বিষয়ে জেলেদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *