বাংলাদেশের ফুটবলের উন্নয়নে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সহযোগিতার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক। রাবাত, ২ জুলাই ২০২৫:
মরক্কোর রাজধানী রাবাতে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন (FRMF) পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ তাঁকে স্বাগত জানান এবং ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনের সময় উপদেষ্টাকে ফেডারেশনের ফুটবল কমপ্লেক্সের প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিটনেস ইউনিটসহ বিভিন্ন অবকাঠামো ঘুরিয়ে দেখানো হয়। মরক্কোর ফুটবলের কাঠামো, খেলোয়াড় উন্নয়ন এবং ব্যবস্থাপনা বিষয়ে বিস্তৃত ধারণা তুলে ধরেন ফেডারেশনের কর্মকর্তারা।

আলোচনাকালে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ নানা সহযোগিতার প্রস্তাব দেয় মরোক্কোর ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে উপদেষ্টা মরক্কো জাতীয় দলের সাম্প্রতিক অর্জন—বিশেষ করে সর্বশেষ ফিফা বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে মরক্কো দলের বিপুলসংখ্যক অনুরাগী রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ ও মরক্কোর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব করেন, যা ক্রীড়াক্ষেত্রে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে সহায়ক হবে।

আন্তর্জাতিক মানের একটি ফুটবল ইকোসিস্টেম গড়ে তুলতে মরোক্কোর পরামর্শ ও অভিজ্ঞতা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ক্রীড়া সহযোগিতার একটি কার্যকর ও টেকসই ভিত্তি তৈরি হবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *