“ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়েই গেছে” — কুড়িগ্রামে নাহিদ ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি

বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জাতীয় ছাত্র-জনতার প্ল্যাটফর্ম এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) উদ্যোগে কুড়িগ্রামে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর দেড়টায় শহরের ত্রিমোহনী এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রাটি খলিলগঞ্জ, বাসস্ট্যান্ড, শাপলা চত্বর হয়ে ঘোষপাড়ার সিংহ মোড়ে গিয়ে শেষ হয়।

প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন। পদযাত্রা শেষে ঘোষপাড়ার সিংহ মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়েই গেছে— সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব এখনো বহাল। এই পরিস্থিতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি নামে আমরা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছি।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। নতুন বাংলাদেশ গড়ার জন্য, অধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চলমান। এই লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষকে আর লাশ হয়ে থাকতে না হয়।”

কুড়িগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কুড়িগ্রাম মানে অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা। কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই, তারামন বিবির অস্ত্রধারণ, আর জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। এই মর্যাদার কুড়িগ্রাম গড়তে এনসিপির পতাকার নিচে সবাইকে আহ্বান জানাই।”

পথসভায় আরও বক্তব্য রাখেন—

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন

সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা

দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী

যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

কেন্দ্রীয় নেতা কৈলাশ রবিদাস

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ

জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, বিভাগীয় এবং স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *