নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে আজ সোমবার (১ জুলাই ২০২৫) দেশের তিনটি ভিন্ন জেলায় ভুয়া বিল, স্বাস্থ্যখাতে অনিয়ম ও বীজ বিতরণে দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি অভিযান পরিচালিত হয়েছে।
ময়মনসিংহ: সড়কবাতি উন্নয়ন প্রকল্পে ভুয়া বিলের অভিযোগ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কে সড়কবাতি স্থাপনের নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ। অভিযানে সংশ্লিষ্ট প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বক্তব্য গ্রহণ করা হয়।
পরবর্তীতে জয়নাল আবেদীন পার্ক, সার্কিট হাউস চত্বর, খাগডহর, ঘুন্টি, রহমতপুর বাইপাসসহ বিভিন্ন স্থানে প্রকল্পের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেন টিম সদস্যরা। সব তথ্য ও প্রমাণ পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
নোয়াখালী: বিএডিসির বীজ বিতরণ ও শ্রমিক নিয়োগে অনিয়ম
নোয়াখালী জেলার বিএডিসি অফিসে বীজ সংগ্রহ, বিতরণ এবং শ্রমিক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদক, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী। অভিযানে উপস্থিত কৃষক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে অভিযোগ যাচাই করা হয়।
অভিযানকালে বীজ বিতরণ, শ্রমিক নিয়োগ ও বেতন সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র, মাস্টাররোল এবং হাজিরা খাতা সংগ্রহ করা হয়। নথিপত্র বিশ্লেষণ শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে।
ঠাকুরগাঁও: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবায় অনিয়ম
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগে চালানো হয় তৃতীয় অভিযানটি। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতালের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং রোগীদের সাথে কথা বলে বিভিন্ন অনিয়মের সত্যতা পায়।
রোগীদের জন্য সরবরাহকৃত খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী নয় বলে অভিযানে ধরা পড়ে। এছাড়া রোগ নির্ণয়ের জন্য মজুত থাকা সত্ত্বেও ওষুধ দেওয়া হচ্ছে না এবং রোগ নির্ণয়ের কিছু যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ফলে রোগীরা বাধ্য হয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে বেশি খরচে সেবা নিচ্ছেন।
উল্লেখ্য, প্রতিটি অভিযানের পর প্রাপ্ত তথ্য, দলিল ও সাক্ষ্যের ভিত্তিতে দুদকের পক্ষ থেকে কমিশনের কাছে পৃথক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।