নিজস্ব প্রতিবেদক, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।
এ সেবার আওতায় আগামীকাল মঙ্গলবার (১ জুলাই ২০২৫) থেকে নরসিংদী জেলার সকল থানাসহ ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের মোট ১৩৪টি থানায় অনলাইনে জিডি করার সুযোগ পাবেন নাগরিকরা। এর ফলে থানা না গিয়েও মোবাইল অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে যে কেউ জিডি করতে পারবেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ইতোপূর্বে অনলাইনে কেবল ‘হারানো’ ও ‘প্রাপ্তি’ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা যেত। এখন থেকে সকল ধরণের জিডি করা যাবে অনলাইনে।
সেবাটি ব্যবহারের জন্য গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।অনলাইন জিডি সেবায় যেকোনো অসুবিধার ক্ষেত্রে ২৪ ঘণ্টা চালু হেল্পলাইন ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য, বর্তমানে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানায় এ সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এ সেবা সম্প্রসারিত হবে।
বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।