কুড়িগ্রাম প্রতিনিধি, ২৯ জুন ২০২৫:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে ৯ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়ন করে।
কর্মসূচির আওতায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী সচেতনতা সভা, ব্যানার, পোস্টার ও ফেস্টুন প্রদর্শনসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এসব কার্যক্রম বাস্তবায়ন করে বিজিবি।
বিশেষভাবে উল্লেখযোগ্য এলাকাগুলোর মধ্যে ছিল যাত্রাপুর, চাকন্দাখানপাড়া, নারায়ণপুর, পাথরডুবি, ময়দান, দিয়াডাঙা, ধলডাঙা, হাজিপাড়া, শালঝোড়, ভাওয়ালকুড়ি, বাবুরহাট, সোনাহাট, কেদার, কচাকাটা, মাদারগঞ্জ, চৌদ্দঘুড়ি, পাখিউড়ারচর ও দইখাওয়ারচর। এসব এলাকায় বিজিবি সদস্যরা স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবক এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা আয়োজন করে।
সভায় অংশগ্রহণকারীদের মাদকবিরোধী সচেতনতা, চোরাকারবারীদের সঙ্গে যোগাযোগ না রাখা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে দেখা গেলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য বলা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব-উল-হক বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। বিজিবি মাদকদ্রব্য ও অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
বিজিবি জানায়, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।