মোঃ সিয়াম, ঢাকা আলিয়া প্রতিনিধি:
“সবুজ পৃথিবী চাই, গাছ লাগাতে হবে তাই”—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা অধ্যাপক মোঃ মনজুরুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক মোঃ আছলাম মিয়া, হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ এবং আহ্বায়ক, বিপ্লবী ছাত্র পরিষদ আব্দুল ওয়াহেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন:
সহকারী সদস্য সচিব জিহাদি এহসান
বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মো: গোলাম নূর শাফায়েতুল্লাহ
বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরিফুল ইসলামবিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক রাকিব মন্ডল বলেন,
“গাছ শুধু প্রাকৃতিক ভারসাম্যই রক্ষা করে না, বরং পরিবেশ সচেতনতাকে আন্দোলনের রূপ দেয়। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের দায়িত্ববোধেরই প্রতিফলন।”
সদস্য সচিব জিন্নাত হোসাইন বলেন,
“বৃক্ষরোপণ একটি প্রতীকী কাজ হলেও এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। পরিবেশ আন্দোলনকে সামাজিক আন্দোলনের স্তরে উন্নীত করতে ছাত্রসমাজের অংশগ্রহণ অপরিহার্য।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিচর্যা বিষয়ে দিকনির্দেশনাও দেওয়া হয়।