কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হয়েছে। রোববার (২৯ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।
অনুষ্ঠানে নারকেল, তাল, জাম, বেল ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা হাতে তুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১,৫৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ২,১৫০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে তাল গাছের চারা ২০০টি এবং নারকেল গাছের চারা ৪০০টি।
চারা নিতে আসা খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি মো. আরিফুর রহমান বলেন, “আমাদের প্রতিষ্ঠানে ৪টি নারকেল ও ২টি তাল গাছের চারা দেওয়া হয়েছে। এগুলো পরিবেশ রক্ষায় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের স্কুল ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াবে।”
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। পর্যায়ক্রমে জেলার সব তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম বিস্তৃত করা হবে।”
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলা এবং বিদ্যালয় প্রাঙ্গণ সবুজ রাখার উদ্যোগকে প্রশংসা করেছেন স্থানীয়রা