নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। তবে তাঁরা এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি সমর্থন করছেন না। বরং ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে।
আজ শনিবার (২২ জুন) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরা হয়। এতে ব্যবসায়ী সংগঠনগুলোর ১৩ জন সাবেক ও বর্তমান শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
কী বললেন ব্যবসায়ী নেতারা?
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী। তিনি বলেন, “এনবিআরের সংস্কার সময়ের দাবি। তবে এর জন্য চেয়ারম্যান অপসারণ কাম্য নয়। আন্দোলনের ফলে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। সরকারের উচিত অবিলম্বে আলোচনায় বসা।”
তিনি বলেন, “আমদানি-রপ্তানির কাঁচামাল আটকে থাকায় রপ্তানির ‘লিড টাইম’ বেড়ে যাচ্ছে, কিছু ক্রেতা আদেশ বাতিলের হুমকি দিয়েছেন, উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্দরভিত্তিক ব্যয়ও বেড়েছে।”
সরকার ও এনবিআর কর্মীদের প্রতি আহ্বান
ব্যবসায়ী নেতারা সরকারের প্রতি দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর অনুরোধ জানান। পাশাপাশি এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীদের প্রতি কলমবিরতি ও শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে শর্তহীনভাবে কাজে ফেরার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন:
- আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান
- বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান
- বিটিএমএ সভাপতি শওকত আজিজ
- এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর
- মেট্রো চেম্বার সভাপতি কামরান টি রহমান
- বিসিএমইএ সভাপতি মঈনুল ইসলাম
- বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান
- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন
- ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান
- ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান
উল্লেখ্য, এনবিআরের কর্মকর্তা–কর্মচারীরা রাজস্ব খাতে ব্যাপক সংস্কার ও বর্তমান চেয়ারম্যানের অপসারণের দাবিতে টানা কর্মবিরতি ও শাটডাউন পালন করছেন, যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলছে।