নিজস্ব প্রতিবেদক:
সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংবিধানে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২২ জুন) দুপুরে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতা-কর্মীরা রাজধানীতে এসে জড়ো হচ্ছেন। দুপুর ১২টায় জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়।
সমাবেশে উপস্থিত আছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা। বিকেল ২টা থেকে শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব, যেখানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
দলটি জানায়, জুলাই অভ্যুত্থানের পর থেকেই সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতির পক্ষে ধারাবাহিক প্রচার-প্রচারণা চালিয়ে আসছে ইসলামী আন্দোলন। এ লক্ষ্যে গণসংযোগ, রাজনৈতিক সংলাপ এবং জনমত গঠনের কার্যক্রমও চলছে বলে দাবি তাদের।
মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে অবস্থান নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।