📍 নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৭ জুন ২০২৫ (শুক্রবার): মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের এলাঙ্গি গ্রামে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক সন্দেহভাজন ব্যক্তিকেও।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিনটি ককটেল বোমা। এছাড়া, একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে। অপরাধ ও সন্ত্রাসবিরোধী যেকোনো তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।