কুড়িগ্রামে আনন্দ-উল্লাসে রথ যাত্রা উদযাপন, সর্বাত্মক নিরাপত্তায় জেলা প্রশাসন ও সেনাবাহিনী

📍 কুড়িগ্রাম প্রতিনিধি, ২৭ জুন ২০২৫: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথ যাত্রা কুড়িগ্রামে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৭ জুন) বিকেলে কুড়িগ্রাম শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উৎসবে শত শত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক নুসরাত সুলতানার নির্দেশনায় সুষ্ঠু ও নিরাপদ রথযাত্রা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন বিজয়ী বাইশ ইউনিট কুড়িগ্রামে মোতায়েন রয়েছে।

আয়োজনে আসা সনাতন ধর্মাবলম্বী সুজন মোহন্ত জানান, “অন্যান্য বছরের তুলনায় এবার কোনো আশঙ্কা ছাড়াই নির্বিঘ্নে, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে রথ যাত্রা উদযাপন করতে পেরেছি।”

কুড়িগ্রাম অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর দাউদ উজ জামান আরাফাত বলেন, “রথযাত্রা উপলক্ষে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেনাবাহিনী ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।”

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি রথ যাত্রা। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য এবং সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করেছে।”

রথযাত্রা উপলক্ষে ২৭ জুন থেকে ৫ জুলাই ২০২৫ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *