নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৬ জুন ২০২৫: দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ দেশের তিনটি জেলায় অভিযান পরিচালনা করেছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সংস্কারকাজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।
🔹 রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র (বাগেরহাট)
বিদ্যুৎ কেন্দ্রের নিয়োগ ও সুযোগ-সুবিধা প্রদানে ভারতীয় প্রতিষ্ঠান NTPC-এর একতরফা নীতিমালার কারণে দেশীয় কর্মীদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। একাধিক টেন্ডার অনিয়ম, ধাতব সামগ্রী লুটপাট, কয়লা আমদানিতে দুর্নীতি ও ভুয়া মেডিকেল বিল দাখিলের অভিযোগেরও সত্যতা পাওয়া গেছে।
🔹 ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (কিশোরগঞ্জ)
বিদ্যুৎ বিলের ঘাটতির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় রোগীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দুদক টিম রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সেবা কার্যক্রমের মান সরেজমিনে পর্যালোচনা করে। অনিয়ম নিরসনে তাৎক্ষণিক পরামর্শও দেওয়া হয়েছে।
🔹 সালুটিকর-গোয়াইনঘাট সড়ক প্রকল্প (সিলেট)
৬ ফেব্রুয়ারি ২০২৪-এ কার্যাদেশপ্রাপ্ত প্রকল্পে মাত্র ৫০% কাজ বাস্তবে সম্পন্ন হলেও দাবি করা হয় ৬০% কাজ হয়েছে। তদুপরি, ১৩০০ মিটার সড়ক স্কিমে অন্তর্ভুক্ত না করায় বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারেরও প্রমাণ মেলে।
তিনটি অভিযানেই সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দুদক।