সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় আলিম পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা ও বোর্ড চেয়ারম্যান


সিয়াম, ঢাকা আলিয়া প্রতিনিধি

ঢাকা, ২৬ জুন ২০২৫: আজ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকালীন সময়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক।

পরিদর্শনকালে ড. আবরার উপাধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফুল কবিরকে জানান, “এই কেন্দ্রের পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে—এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত।”

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা আলিয়ার হেড মাওলানা অধ্যাপক মো. মনজুরুর রহমান, হল প্রভোস্ট মো. মাসুম বিল্লাহসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষা উপদেষ্টা সিআর আবরার মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠও ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *