শেখ নাহিদ
ঢাকা, ২৬ জুন ২০২৫: “উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে”—এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫” উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর্মক্ষম ও প্রযুক্তি-শিক্ষায় শিক্ষিত যুবশক্তিই পারে একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে। কিন্তু মাদক সেই সম্ভাবনাকে ধ্বংস করে দেয়।
উপদেষ্টা বলেন, “মাদক নিয়ন্ত্রণে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, দরকার সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ।” তিনি জানান, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে নতুন নতুন মাদকদ্রব্যের আবির্ভাব হচ্ছে, যা মোকাবিলায় কৌশলগত নজরদারি এবং আইনি কাঠামোও হালনাগাদ করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা জানান, ইতোমধ্যে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা-২০২৪’ প্রণয়ন এবং সাত বিভাগীয় শহরে ১,৪০০ কোটি টাকার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “বাংলাদেশে মাদক উৎপাদিত হয় না, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে প্রবেশ করে আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। তাই সীমান্তে আরও কঠোর নজরদারি ও জনসম্পৃক্ততা দরকার।”
অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রকাশ করা হয় বার্ষিক ‘Annual Drug Report’ এবং দিবস উপলক্ষে প্রকাশিত স্যুভেনির।
পরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপদেষ্টা এবং মাদকবিরোধী বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।