নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৬ জুন ২০২৫:
দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ নিয়ে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে জানানো হয়, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে অনেক পিছিয়ে রয়েছে। ভারতের ২৪%, পাকিস্তানের ১৭.১৬% এবং শ্রীলঙ্কার ৩৯.৭% বিদ্যুৎ আসে সৌরশক্তি থেকে, সেখানে বাংলাদেশে তা মাত্র ৫.৬%।
নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০% এবং ২০৪০ সালের মধ্যে ৩০% নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, “সরকারি ভবনের ছাদ বেসরকারি উদ্যোক্তাদের ব্যবহারে দেওয়া যেতে পারে। তারা বিনিয়োগ করে সোলার বসাবে, বিদ্যুৎ ব্যবহারকারীরা বিল ছাড়াই সেবা পাবে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদেরই থাকবে।”
তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে সোলার প্যানেল স্থাপন করেছে, তাদের অভিজ্ঞতা জেনে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সমাধানের ব্যবস্থা নিতে হবে।”
বৈঠকে জানানো হয়, সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবনে সোলার বসালে তারা বিদ্যুৎ বিল থেকে মুক্ত থাকবে এবং ছাদ ব্যবহারের জন্য ভাড়াও পাবে।
বৈঠকে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।