সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় প্রশংসা প্রধান উপদেষ্টার, আগাম প্রস্তুতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৬ জুন ২০২৫:

চলতি বছরের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “এই সাফল্য ধরে রাখতে হবে এবং আগামী বছরের হজ ব্যবস্থাপনায় এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।”

তিনি জানান, হজযাত্রী ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে যাতে কেউ ভোগান্তির শিকার না হন। প্রশিক্ষণকে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” উল্লেখ করে তিনি বলেন, “সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যেন হজ পালনে কেউ পিছিয়ে না পড়ে।”

ধর্ম উপদেষ্টা ও ধর্ম সচিব বৈঠকে জানান, ইতোমধ্যে হজ ২০২৬-এর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন হবে ২১ অক্টোবর ২০২৫ এর মধ্যে।

এ বছর ৮৭,১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন। দেশে ফিরে এসেছেন ৫১,৬১৫ জন। ৩৮ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে, এবং ২৪ জন এখনও চিকিৎসাধীন।

লাব্বাইক অ্যাপে ৩০,২৩৪ জন রেজিস্ট্রেশন করেছেন। হারানো ৮০৬টি লাগেজের মধ্যে ৭৯০টি উদ্ধার হয়েছে, ১৬টি খোঁজা হচ্ছে।

তিন বছর ধরে হাজি পাঠাতে না পারায় ৪১৫টি হজ এজেন্সির লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে। কর্মদক্ষতার ভিত্তিতে হজ এজেন্সিগুলোকে ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হবে।

‘এ-প্লাস’ ক্যাটাগরি অর্জনকারী এজেন্সিদের চিঠি দিয়ে অভিনন্দন জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “যারা আগামী বছর হজে যেতে চান তারা যেন এখন থেকেই লাব্বাইক অ্যাপে নিজেদের প্রস্তুত করেন এবং ওমরাহযাত্রীরাও যেন এখান থেকে প্রয়োজনীয় সেবা পান।”

এই উদ্যোগ হজ ব্যবস্থাপনাকে আধুনিক ও আরও কার্যকর করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *