কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে অসুস্থ, দুঃস্থ, অগ্নিদগ্ধ ও দরিদ্র শিক্ষার্থীসহ ৭০ জনের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা এসব চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, অফিস সহকারী মেহেদী হাসান দিনার, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।
জেলা প্রশাসক জানান, সরকার জনগণের পাশে রয়েছে। সামাজিক নিরাপত্তার আওতায় এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।