নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৫ জুন ২০২৫ (বুধবার):
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে পৃথক অভিযানে যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত অপর দুইজন হলেন—সাগর বিশ্বাস (২৫) এবং মো. আপন (২০)। সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত পারভেজ একইসাথে সাতক্ষীরা জেলা যুবলীগের সহ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
সূত্র জানায়, গত ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুর এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পারভেজ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই দিনে সিটিটিসির গবেষণা ও উন্নয়ন (R&D) বিভাগের একটি চৌকস টিম মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি সাগর বিশ্বাসকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাত মসজিদ হাউজিং এলাকা থেকে মো. আপনকে আটক করা হয়। উভয়ে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ।
সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তও চলমান রয়েছে।