নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৬ জুন ২০২৫ – জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতিতদের সমর্থন দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ২৬ জুন পালিত এই দিবসটি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সংহতি প্রকাশের দিন।
তারেক রহমান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্বাধীনতা সত্ত্বেও সহিংসতা, সংঘাত ও রক্তপাত থামেনি। বিভিন্ন দেশে স্বৈরাচারী শাসকগোষ্ঠী তাদের বিরোধীদের ওপর দমন-পীড়ণ চালিয়ে যাচ্ছে, যার ফলে অসংখ্য মানুষ নিহত, আহত ও পঙ্গুত্ববরণ করছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্র বন্দী রেখে আওয়ামী লীগ শাসন ক্ষমতায় আছে। মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার সীমিত করা হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা নানা ধরনের বিধিনিষেধে বাধাগ্রস্ত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে।
তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ আজও পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি। ‘মবজাস্টিস’ নামে হিংস্র গোষ্ঠী গণতান্ত্রিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি জাতিকে সতর্ক করে বলেন, গণতন্ত্রকে গতিশীল ও ধারাবাহিক রাখতে হবে, মানবতা, ন্যায়বিচার, আইনের শাসন এবং অবাধ নির্বাচনের ঐতিহ্য বজায় রাখতে হবে।
বর্ণিত সময়ে তারেক রহমান নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে ও গণতান্ত্রিক শক্তির ঐক্য রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বজুড়ে মানবিকবোধে উদ্বুদ্ধ মানুষদের একত্রিত হয়ে নির্যাতনকারী স্বৈরশাসকগোষ্ঠীকে পরাস্ত করার প্রচেষ্টা চালাতে হবে।