কুড়িগ্রাম প্রতিনিধি | ২৪ জুন ২০২৫:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতাদের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭টায় শহরের কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে এনসিপি জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। সমাবেশটি পরিচালনা করেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ।
এছাড়াও বক্তব্য দেন যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মোজাম্মেল হক বাবু, মাসুম মিয়া এবং যুবশক্তির সংগঠক তারিকুজ্জামান তমাল।সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী দিনার মিনহাজ, সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, তাজুল ইসলাম, শামীম রানা এবং শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ মমিনুর রহমান ও নুরুজ্জামাল প্রমুখ।সমাবেশে প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া বলেন,
“কোনো সন্ত্রাসী হামলা জুলাই অভ্যুত্থানের গণআন্দোলনের শক্তিকে দমিয়ে রাখতে পারবে না। আমরা কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ সকল নেতৃবৃন্দের ওপর হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”