নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৪ জুন ২০২৫ (মঙ্গলবার):
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ, সুষ্ঠু ও মানসম্মত যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সৌজন্যে প্রয়াস, রাজশাহী ও প্রয়াস, সিলেট শাখায় দুটি স্কুল বাস হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান “প্রয়াস”-এর এসব শাখায় শিক্ষার্থীদের চলাচলে এই সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানদ্বয়ের প্রতিনিধিদের হাতে স্কুল বাস দুটি হস্তান্তর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
- ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল
- সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
- ট্রাস্ট ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা
- ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ
ট্রাস্ট ব্যাংক পিএলসি তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানবিক সহায়তার এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।