মাসুদ রানা, কুড়িগ্রাম | ২৪ জুন ২০২৫:
অতি দরিদ্র পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে ফলজ গাছ বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ৯৭৫০টি ফলজ গাছ (আম, লেবু, পেয়ারা) বিতরণ করা হয়। ইউকে সরকারের সহায়তায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এ উদ্যোগ বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপু রায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি মোঃ মোমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই গ্রামীণ উন্নয়নেও উৎসাহ জোগানো হচ্ছে।