সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাসহ আরও ৮ জন গ্রেফতার: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৩ জুন ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাসহ আরও আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারকৃতরা হলেন:

১। কে এম নুরুল হুদা (৭৯) – সাবেক প্রধান নির্বাচন কমিশনার

২। মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫) – মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য

৩। মো. তরিকুল ইসলাম (৩৮) – বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য

৪। সাবিনা আক্তার তুহিন (৪৬) – সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য

৫। মনিরুল মওলা (৬২) – ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক এমডি

৬। আব্দুল ওহায়াব (৫৮) – ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

৭। মেহেদী হাসান বাবু (৪৩) – ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগ, লালবাগ থানা, যুগ্ম সাধারণ সম্পাদক

৮। জাকির হোসেন আলী (৬১) – আওয়ামী লীগের ৯২ নম্বর ওয়ার্ড সহ-দপ্তর সম্পাদক

ডিবি সূত্র জানায়, রোববার (২২ জুন) রাত ৮:২৫ মিনিটে উত্তরা পশ্চিম থানা এলাকায় কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে স্থানীয় থানা পুলিশ। একই রাতে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া থেকে সাবেক এমপি মো. ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম।

রাত ১২:৩০ মিনিটে কদমতলীর শনির আখড়া এলাকা থেকে তরিকুল ইসলাম, ভোর ৪:৪৫ মিনিটে নবাবগঞ্জ থেকে সাবিনা আক্তার তুহিন এবং একই সময়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মনিরুল মওলাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার করা হয়।

এছাড়া কলাবাগান এলাকা থেকে আব্দুল ওহায়াব, মিরপুর থেকে মেহেদী হাসান বাবু এবং পল্লবী থানা এলাকা থেকে জাকির হোসেন আলীকে গ্রেফতার করা হয় ডিবি মিরপুর বিভাগের পৃথক অভিযানে।ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটিয়ে রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *