কুড়িগ্রাম প্রতিনিধি | ২৩ জুন ২০২৫
কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “গ্রামে তুচ্ছ ঘটনা থেকে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হয়। এসব ছোট ছোট বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কার্যকর মাধ্যম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত গ্রাম আদালতের কার্যকারিতা নিশ্চিত করতে হলে স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য, সুশিক্ষিত ও সুনাগরিকদের নির্বাচন করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকারের তথ্য গবেষণা সেল (RIC) গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রাম পর্যায়ে মিটিং, পোস্টারিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।”
কর্মশালায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-এ-খুদা, কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এ.বি.এম. মেজবাহ উদ্দিন আহমেদ, সলিডারিটির পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ লাল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, প্রকল্প ব্যবস্থাপক দৌলতুন নেছা প্রমুখ।