নিজস্ব প্রতিবেদক:- চট্টগ্রাম, ২২ জুন ২০২৫:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি (পশ্চিম) বিভাগের একটি চৌকস টিম বিশেষ অভিযানে চোর চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ ও একটি মোবাইল ফোন।ঘটনার সূত্রপাত ঘটে গত ১২ জুন ২০২৫, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের হালিম ভিলায়। ভাড়াটিয়া মো. বেলাল উদ্দিনের বাসার বারান্দার গ্রিল কেটে অজ্ঞাত চোরেরা ঘরে ঢুকে একটি ল্যাপটপ, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ২২,০০০ টাকা চুরি করে নিয়ে যায়।
এর আগেও একই ভবনের অন্য এক ভাড়াটিয়া আবুল কাশেমের বাসা থেকেও একই কৌশলে চুরি হয়েছিল ৩টি মোবাইল ফোন ও নগদ ৫৫,০০০ টাকা।
চুরির ঘটনা উদঘাটনে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে হালিশহর থানাধীন বইল্লা কলোনী এলাকা থেকে মূল হোতা আব্দুল আলিম ওরফে শাকিল (২৯)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে গ্রেফতার করা হয় তার দুই সহযোগী—
২। মোঃ ইয়াছিন আরাফাত শাকিল (২৫)
৩। আজিজুল হাকিম মাসুম
তাদেরকে হালিশহরের বড়পুল সংলগ্ন ইনসাফ এন্টারপ্রাইজ নামীয় মোবাইল এক্সেসরিজের দোকান থেকে আটক করা হয়। চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি উদ্ধার করা হয় ওই দোকান থেকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শাকিল ও ইয়াছিন আরাফাত ল্যাপটপটি মাসুমের কাছে বিক্রি করেছিলেন।
চুরিকৃত অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি (পশ্চিম) বিভাগ।